শেয়ার করুন বন্ধুর সাথে
Shakib

Call

 অস্থি ও তরুনাস্থি সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, দেহের ভার বহন করে এবং বিভিন্ন অঙ্গ রক্ষা করে তাকে কঙ্কালতন্ত্র বলে। মানবদেহের কঙ্কাল মূলত: অন্তঃকঙ্কাল। কঙ্কালতন্ত্রের কাজ : ------------------------ ১। কঙ্কালতন্ত্র দেহের কাঠামো গঠন করে এবং নির্দিষ্ট আকৃতি প্রদান করে। ২। মস্তিষ্ক, সুষুম্মাকাণ্ড ও দেহগহ্বরের অত্যন্ত সংবেদনশীল এবং নরম অঙ্গসমূহকে বাইরের তাপ, চাপ, রাসায়নিক ও যান্ত্রিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে থাকে। ৩। পেশি, লিগামেন্ট, টেন্ডন ইত্যাদি আটকানোর কাজ করে। ৪। অস্থি সন্ধি গঠনের মাধ্যমে এটি চলাচলে সাহায্য করে। ৫। এটি দেহের ভার বহনে সাহায্য করে। ৬। অস্থিমজ্জা থেকে লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় এবং অস্থি ক্যালসিয়াম ও ফসফরাস সঞ্চয় করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ