শেয়ার করুন বন্ধুর সাথে

Call

স্নায়ু (Neurone or Neuron) বা স্নায়ুকোষ (Nerve cell) হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক যা একটি কোষদেহ (Cell body) এবং এক্সোন (Axon) ও ডেনড্রাইট (Dendrite) নামক স্নায়ুতন্তু (fibres or process) নিয়ে গঠিত।

স্নায়ুকোষদেহে নিউক্লিয়াস উপস্থিত এবং স্নায়ুতন্তু এর শেষ প্রান্ত শাখা-প্রশাখা বিশিষ্ট।

এক্সোন স্নায়ুস্পন্দন (Nerve impulse) স্নায়ুকোষদেহ থেকে অন্যান্য স্নায়ুকোষে বা অঙ্গে যেমন পেশীতে নিয়ে যায়। অন্যদিকে ডেনড্রাইট স্নায়ুস্পদন অন্যান্য স্নায়ুকোষ বা অঙ্গ থেকে স্নায়ুকোষদেহের দিকে নিয়ে আসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ