শেয়ার করুন বন্ধুর সাথে
Shohel Rana

Call

অটো-রিক্লোজার

বিদ্যুৎ সরবরাহ ও বিতরন ব্যবস্থায় ওভারহেড ট্রান্সমিশন লাইনে অধিকাংশ ত্রুটি ট্রানজিয়েন্ট টাইপের। দেখা গেছে, অধিকাংশ ত্রুটি (প্রায় 90%) ( যেমন- বজ্রপাত, পাখি, গাছের শাখাপ্রশাখা ইত্যাদির মাধ্যমে সাময়িকভাবে লাইন পতন ) কয়েক মুহূর্ত পরে আপনাআপনি সেরে যায়। কেননা, ট্রানজিয়েন্ট টাইপের ফল্টগুলো খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যায়, যার কারণগুলো আগে বলা হয়েছে। এক্ষেত্রে সাধারণ সার্কিট ব্রেকারে ত্রুটি দেখা দেয়ামাত্রই ট্রিপ করে যায় এবং পরবর্তী মুহূর্তে ত্রুটি আপনাআপনি সেরে গেলেও স্বয়ংক্রিয়ভাবে পুরঃসংযোগ হয় না এবং এক্ষেত্রে পুনঃসংযোগের জন্য ব্যক্তিবিশেষের হস্তক্ষেপের প্রয়োজন হয়। উল্লেখিত অসুবিধা দূরীকরনের জন্য অটো-রিক্লোজার ব্যবহারের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা বিধান করা হয়। এতে সার্কিটের ডাই-ইলেকট্রিক শক্তি বৃদ্ধি পায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ