শেয়ার করুন বন্ধুর সাথে

Call

মেরুদণ্ডী প্রাণীরা যে ইন্দ্রিয় (বা গ্রাহক অঙ্গ) এর মাধ্যমে শব্দ সনাক্ত করতে পারে তাকে কান (বা কর্ণ) বলে। কান প্রধানত শ্রবণের কাজ করে। এছাড়াও প্রাণীর দেহের অবস্থান ও ভারসাম্য বজায় রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি উন্নত প্রাণীদের শ্রবণতন্ত্রের (auditory system) প্রধান অঙ্গ।

কানের প্রধান অংশ তিনটি যথা- বহিঃকর্ণ (outer or external ear), মধ্যকর্ণ (middle ear) এবং অন্তঃকর্ণ (inner ear)। সাধারণত জলজ প্রাণীদের (যেমন- মাছ, তিমি, শুশুক ইত্যাদি) বহিঃকর্ণ অনুপস্থিত তবে মধ্যকর্ণ, বিশেষত অন্তঃকর্ণ বর্তমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ