nbc

Call

রেজিষ্ট্যান্স এর সূত্রাবলী নিন্মে দেয়া হলঃ1)  একটি পরিবাহীর রেজিষ্ট্যান্স উহার দদৈর্ঘ্যের সমানুপাতিক, যদি প্রস্থচ্ছেদ স্থির থাকে । অর্থাৎ, R α L2) একটি পরিবাহীর রেজিষ্ট্যান্স উহার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উল্টানুপাতিক , যদি দৈর্ঘ্য স্থির থাকে । অর্থাৎ, R α 1/A3) পরিবাহীর রেজিষ্ট্যান্স উহার উপাদানের উপর নির্ভরশীল যদি দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ স্থির থাকে ।অর্থাৎ, R α L/A (প্রথম দুটি একত্রে)অথবা R = ρL/A (যেখানে ρ একটি ধ্রুবক, ইহা পদার্থের আপেক্ষিক রেজিষ্ট্যান্স বা রেজিষ্টিভিটি )

Talk Doctor Online in Bissoy App