Call

কারণ NaCl হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 

আমরা জানি,

যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রুবিভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে৷  যেমনঃ CuSO4,H2SO4,H2O,NaCl প্রভৃতি। 

কিন্তু দ্রবিভূত অবস্থায় আয়ন প্রাপ্ত হয় তাই সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে।     

Talk Doctor Online in Bissoy App