Call

উত্তর-পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে  ম্যাকমোহন লাইন( 1913-14 সালে সিমলা বৈঠকে বসেন ভারত চীনের সীমানা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র সচিব হেনরী ম্যাকমোহন।কিন্তু সেই বৈঠকে কোনো কাজ হয় নি।পরবর্তী কালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1960 সালে বসে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তারপর প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্ব এক বৈঠক বসে 1988 সালে কিন্তু সেখানে পস্টিভ কথাবার্তা হওয়ায় 1998 সালেভারত ও চীনের সীমারেখা তৈরী হয়। যেহেতু হেনরী ম্যাকমোহন প্রথম বৈঠক করেছিলেন তাই তার নাম অনুসারে ভারত ও চীনের সীমারেখার নাম হয় “ম্যাকমোহন লাইন”। এই লাইনের দূরুত্ব 3,917 কিমি)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ