শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১. বসবাস করার ঘর।

 ২. পরিধেয় বস্ত্র। 

৩. ঘরের আসবাব পত্র।

 ৪. আরোহনের প্রাণী। 

৫. সেবার দাস। 

৬. ব্যবহারিক অস্ত্র। 

৭. ভাড়ায় দেয়া দ্রব্যাদি যেমন- বাড়ী, গাড়ী ইত্যাদি

এইসব মালের ওপর যাকাত ওয়াজিব হয় না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

 মালে যেমার অর্থাৎ হারানো মাল অথবা গভীর সমুদ্রে নিমজ্জিত মাল অথবা ছিনতাইকৃত মাল।

যার উপর কোন সাক্ষ্য নেই বা যে মাল জঙ্গলে পুতে রাখা হয়েছিল।

কিন্তু স্থান ভুলে গেছে অথবা  কাউকে ঋণ দেয়া হয়েছিল।

তবে ঐ ব্যক্তি ঋণ অস্বীকার করছে এবং এ ব্যাপারে কোন সাক্ষ্য নেই।

বাদশাহ বা এ ধরণের কোন (প্রভাবশালী) ব্যক্তি জুলুম করে মাল ছিনিয়ে নিয়ে গেছে।

যার ব্যাপারে কারো নিকট অভিযোগ করার উপায় নেই।এ জাতীয় মালের উপর যাকাত ওয়াজিব হবে না।

আর উক্ত মাল হস্তগত হলে বিগত দিনগুলোর যাকাত আদায় করাও ওয়াজিব হবেনা।

ঋণগ্রহীতা যদি ঋণের কথা স্বীকার করে, যদিও সে দরিদ্র হয় অথবা উক্ত ঋণের কথা ঋণগ্রহীতা অস্বীকৃতি জ্ঞাপন করলেও যদি তার পিছনে সাক্ষ্য-প্রমাণ থাকে বা কাজী বিষয়টি সম্পর্কে অবগত থাকেন বা উক্ত মাল ঘরের মধ্যেই কোথাও আচ্ছাদিত আছে, কিন্তু তার স্থান অজানা থাকে, তাহলে এ ধরণের মাল যখনই পাবে তখনই যাকাত দিতে হবে। এ ক্ষেত্রে পিছনের দিনগুলোর যাকাতও আদায় করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ