কেউ জানলে বলবেন....
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাজেদুল নামের অর্থ -

উত্তরদাতা (যিনি বিনা ডাকে সাড়া দেন )

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মুহতারাম! মাজেদুল কোন নাম হয় না। কারণ মূল নামটি হবে মাজিদুল ইসলাম বা মাজিদুল হক। মাজিদ একটি শব্দ আর আলইসলাম বা আল হক ভিন্ন আরেকটি শব্দ। আরবী ব্যকরণিক নীতি অনুসারে শব্দ দুটির সমন্বিত রূপ হয়েছে মাজিদুল ইসলাম বা মাজিদুল হক। এক শব্দের ভগ্নাংশকে অন্য শব্দের সাথে যুক্ত করে মাজিদুল বলা বা মাজিদুল নাম রাখা ভাষাগত দিক থেকে বিধিসম্মত নয়। এবং এর কোনো অর্থও করা যায় না। আর আমাদের তথ্যসূত্র মতে মাজেদুল ইসলাম (শুদ্ধ হল মাজিদুল ইসলাম) এর অর্থ হল, ইসলামের মর্যাদাবান বা মহান ব্যক্তি। কারণ মাজিদ ( ماجد) শব্দটি আরবী مجد ক্রিয়ার اسم فاعل তথা কর্তাবিশেষ্য। আর এর মাসদার তথা ক্রিয়ামূলের অর্থ হল, মহান হওয়া, মর্যাদাবান হওয়া। সুতরাং এর কর্তাবিশেষ্যের অর্থ হবে মর্যাদাবান বা মহান। প্রয়োজনে দেখুন আরবী অভিধান গ্রন্থ আলমু'জামুল ওয়াসীত ৮৫৪। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ