Habib96

Call

হাফিজুর রহমান নামে মধ্যে  আরবি দুটি শব্দ আছে৷ ১৷ হাফিজ এর অর্থ হলো- হেফাজতকারী রক্ষক সংরক্ষক যে স্মরণ রাখে মনোযোগী৷ ২৷ রহমান এর অর্থ হলো- দয়ালু দয়াবান দয়াপরবশ করুণাময়৷ এই নামে কোন শিরক নেই৷ কেননা আরবি ভাষারীতি অনুযায়ী অনেক শব্দ ইসমে ফায়েল এর ওজনে এসে ইসমে মাফউলের অর্থ প্রদান করে৷ সুতরাং এখানে হাফিজ শব্দের অর্থ হবে- হেফাজতকৃত, রক্ষিত, সংরক্ষিত, যাকে স্বরণ রাখা হয়েছে৷ পূর্ণ নামের অর্থ হলো- দয়ালু (আল্লাহ) যাকে হেফাজতে রেখেছেন৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Usaid

Call

'হাফিজুর রহমান' এর শাব্দিক অর্থ - দয়ালু আল্লাহ কর্তৃক সংরক্ষিত । অর্থাৎ 'মাহফুজুর রহমান' এর যেই অর্থ 'হাফিজুর রহমান' এর‌ও এক‌ই অর্থ। আরবি ভাষায় এর অনেক দৃষ্টান্ত‌ও আছে। এটাকে শিরকি নাম তারাই বলে যারা ইসলাম এবং আরবি সম্পর্কে অনভিজ্ঞ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ