খাদিজাতুজ, ফাতেমাতুল, কোবরা, যোহরা এবং ফাতেমাতুজ, খাদিজাতুল এই ছয়টি আরবী নাম এর অর্থ আলাদাভাবে জানালে উপকৃত হতাম। কোনো পার্থক্য থাকলে দয়া করে সেটাও বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

খাদিজাতুজ বা ফতিমাতুল কোন শব্দ নয়৷ খাদিজা এবং জোহরা দুটি মিলে হয় খাদিজাতুজ জোহরা৷ এমনিভাবে ফাতিমা এবং কোবরা মিলে হয় ফাতিমাতুল কোবরা৷ কিন্তু আমাদের দেশে সংক্ষেপে ডাকতে গিয়ে খাদিজাতুজ বা ফাতিমাতুল ডাকে৷ মুলত এখানে শব্দ চারটি ৷ ১খাদিজা, অর্থঃ অকালজাত কন্যাশিশু৷ ২, ফাতিমা, অর্থঃ সদ্য দুধ ছাড়ানো শিশুর মা৷ ৩, কোবরা, অর্থঃ বড়৷ ৪, জোহরা, অর্থঃ উজ্জল, দ্বিপ্রহর, দুপুর৷ তথ্য সুত্রঃ আল-মুজামুল ওয়াফি (আরবি-বাংলা অভিধান)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ