শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

 যে সকল কাজে কর্পোরেট ডেটাবেজ ব্যবহৃত হয় -  ১) জাতীয় পরিচয়পত্রের ছবি ও তথ্য সংরক্ষনে।  ২) বাড়ির হােল্ডিং নাম্বার, ভূমি ট্যাক্স, আয়কর প্রভৃতি তথ্য সংরক্ষনে।  ৩) ভূমি জরিপ ও ম্যাপসংক্রান্ত তথ্য সংরক্ষনে।  ৪) অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের তথ্য সংরক্ষনে।  ৫) আদমশুমারি, কৃষিশুমারি ও অর্থনৈতিক তথ্য সংরক্ষনে।  ৬) ব্যানবেইজ (BANBEIS= Bangladesh Bureau of Education Information and Statistics) এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষনে।  ৭) শেয়ার মার্কেটের তথ্য, আয়কর, কাস্টমস ও আমদানি রপ্তানি সংক্রান্ত তথ্য সংরক্ষনে।  ৮) সরকারি আয়-ব্যয়, রাজস্ব আদায় এবং বাজেট সংক্রান্ত তথ্য সংরক্ষনে।  ৯) সামরিক বাহিনীর ভূমি, সৈন্য ও অপারেশন সংক্রান্ত তথ্য সংরক্ষনে।  ১০) আইন, আদালত ও মামলা সংক্রান্ত তথ্য সংরক্ষনে ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ