শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

বর্তমান সময়ে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের নিরাপত্তা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা দিয়ে তথ্য চুরি, হ্যাকিংয়ের মতাে ঘটনা এড়ানাে সম্ভব। যেসব অ্যাপ্লিকেশন জাভা স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি, সেসব আপ্লিকেশনে স্প্রিং সিকিউরিটি ব্যবহার করে সহজেই নিরাপত্তা দেয়া সম্ভব। স্প্রিং সিকিউরিটি হলাে এমন একটি ফ্রেমওয়ার্ক, জাভা ওয়েব আপ্লিকেশনের যাচাইকরণ, অনুমােদন, সিঙ্গেল সাইনঅন এবং অন্যান্য সিকিউরিটি দিয়ে থাকে। এটি দুইভাবে বাস্তবায়ন করা যায়। প্রথমত, এক্সএমএল কনফিগারেশন; দ্বিতীয়ত, অ্যানােটেশন কনফিগারেশন। এ টিটোরিয়ালে অ্যানােটেশন কনফিগারেশন নিয়ে বিস্তারিত আলােচনা করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ