শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

কোনো গতিশীল বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে বস্তুটির প্রকৃত দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি বলে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পেক্ষক হলো এমন একটি গাণিতিক পদ্ধতি, যার মাধ্যমে দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক প্রকাশিত হয়। চলক একে অপরের ওপর নির্ভরশীল। তাই একটি চলকের মান পরিবর্তিত হলে অপর চলকের মানও পরিবর্তিত হয়। যে চলকের মান অন্য কোনো চলকের মানের ওপর নির্ভর করে তাকে নির্ভরশীল চলক বলে। অপর পক্ষে যে চলক বা চলকসমূহের মান অন্য কোনো চলকের ওপর নির্ভরশীল না হয়ে স্বাধীনভাবে পরিবর্তিত হয় এবং অন্য চলকের মানের পরিবর্তন ঘটায়, তাকে স্বাধীন চলক বলে। প্রতিটি স্বাধীন চলক বিশেষ কিছু নিয়মে এক বা একাধিক নির্দিষ্টসংখ্যক চলকের সঙ্গে সম্পর্কিত হয়। এ সম্পর্ককে যখন গাণিতিক নিয়মে প্রকাশ করা হয়, তাকেই অপেক্ষক বলে। যেমন—
Y = f(x)
এখানে, Y-এর মান x-এর মানের ওপর নির্ভরশীল। তাই x হলো স্বাধীন চলক এবং Y অধীন চলক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ