শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর তারা সমান্তরাল থাকে না বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয় না তখন আলোর সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে।প্রতিফলক পৃষ্ঠ মসৃণ না হলে এরূপ ঘটে। অমসৃণ তলের বক্রতা, রং এবং উপাদানের ওপর এই প্রতিফলন অনেকাংশে নির্ভর করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ