nbc

Call

আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন আলোকীয় ঘনত্বের অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন আলোকরশ্মির দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এ দিক পরিবর্তন নির্ভর করে আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবশে করছে, না হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তার ওপর। যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে তির্যকভাবে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ