প্রসব হওয়ার চারঘন্টা আগে বাচ্চা পেটে মারা গেছে। অনেক কষ্ট করে প্রসব করা হয়েছে নরমালে। এখন প্রশ্ন হল মায়ের চিকিৎসা কি। কিছুদিন পরে নাকি আলট্রাসনোগ্রাফি করা লাগবে লোকেরা বলাবলি করতেছে। কারণ মরার রক্ত নাকি পেটে থেকে যাবে এবং ইনফেকশন হবে। আমার প্রশ্ন হলো কি কি চিকিৎসা বা ব্যবস্থাপনা করতে হবে সঠিকভাবে, সেই বিষয়ে অবগত করালে উপকৃত হতাম।
শেয়ার করুন বন্ধুর সাথে