পাইলস কী?

পাইলস এমন একটি রোগ যাতে রোগীর মলদ্বারের ভিতরে ও বাইরে ফুলে যায়। যার কারণে মলদ্বারের ভিতরের বা বাইরের অংশে চামড়া জমে গিয়ে আঁচিলের মতো তৈরি করে। যাতে নানা সময়ে ব্যথা-সহ রক্তপাত হয়।


এই আঁচিলগুলি মলত্যাগের সময় চাপের কারণে বেরিয়ে আসে। এই সমস্যার কারণে ব্যক্তির বসতেও অসুবিধা হয়।

চিকিৎসকদের মতে, অনেক সময়ে মানুষ শুরুতে এই ধরনের সমস্যার দিকে মনোযোগ দেন না, যার কারণে পরে সমস্যা বাড়ে।



পাইলসের কারণ

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে অর্শ হতে পারে। কোষ্ঠকাঠিন্যের কারণে পেট পরিষ্কার থাকে না এবং মলত্যাগে শক্তি প্রয়োগ করতে হয়, যার কারণে পাইলসের সমস্যা হয়।
  • যাঁরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, তাঁদেরও পাইলসের সমস্যা হয়।
  • মেদের কারণেও পাইলসের সমস্যা হতে পারে।
  • এমনকী গর্ভাবস্থায় অনেক নারীই পাইলসের সমস্যার সম্মুখীন হন। সন্তান প্রসবের পরেও এই সমস্যা হতে পারে।
  • পরিবারের কারও যদি পাইলস থাকে, তাহলে ঝুঁকি বেশি থাকে।



পাইলসের লক্ষণ

  • মলত্যাগের সময় ব্যথা এবং রক্ত বা মিউকাস পড়া।
  • মলদ্বারের চারপাশে ফোলা বা পিণ্ড।
  • মলদ্বারের চারপাশে চুলকানি।
  • মলত্যাগের পরেও পেট পরিষ্কার হয়নি বলে মনে হওয়া।
  • পাইলসের আঁচিলগুলি থেকে রক্তপাত।

পাইলসের কারণঃ

মূলত দীর্ঘ দিন কোষ্ঠকাঠিন্য চললে,আইবিএস থাকার কারণে,দীর্ঘদিন ডায়রিয়া চললে,দীর্ঘক্ষণ মল চেপে রাখলে,প্রতিদিনের খাবারে খাদ্য আঁশ কম থাকলে,অতিরিক্ত প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করলে, কায়িক শ্রম কম করার ফলে, বেশি ওজন থাকার কারণে কিংবা অনেক মায়েদের প্রেগন্যান্সি সময়ও পাইলসের সমস্যা দেখা দেয়

অনেকে মনে করেন বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা হয়ে থাকে।এটা সম্পূর্ণ ভুল।নারী পুরুষ ছোট বা বড় উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে সঠিক মাত্রায় খাদ্য আঁশ গ্রহণ না করলে।


শেয়ার করুন বন্ধুর সাথে