আমার নাম হৃদয়। আমার বয়স ১৯।গত ১ বছর থেকে আমি মানসিক ভাবে অসুস্থ। আ।আমার সমস্যা হলো গত ১ বছর আগে জখন প্রথম কলেজ হোস্টেল এ উঠি তার ২ মাস পর থেকে আমার খুব দুসচিন্তা হতো আর মাথা প্রচুর বেথা করতো। মাথার বেথাটা ছিলো প্রচুর যার জন্যে ঠিক মতো কোন কাজ কাম, বা ঘুমানো কোনটাই, ঠিক মতো হইতো না। ফলে উপজেলা সাস্থ কেন্দ্র তে গেলে উনারা আমাকে tension হিসেবে ধরে pizo a, vitamin b complex, napa, antasid ইত্যাদি ১৫ দিন খাইতে বলে। ঠিকঠাক ভাবে খাওয়া শেষ। ২-১ দিন ভালোই থাকলাম কিন্তুু ২-১ দিন পর আবার খুব মাথা বেথা মাথা ভারি। আর এমনিতেই দুসচিন্তা জাগতো ফলে আবার উপজেলা সাস্থ কেন্দ্র তে গেলাম ডক্টর কে সব বললাম। এইবার উনারা আমাকে amilin plus, neucos, napa 500 ১৫ দিন খাইতে বলে। ঠিকভাবে এই মেডিসিন ও খাই। কিন্তুু খাবার সেসে আবার মাথা বেথা থেকে জাই সাথে কিছুই ভালো লাগে না, নিজেকে মরতে ইচ্ছে জাগে, ইত্যাদি। ফলে আবার গেলাম ডক্টর এর কাছে। ডক্টর এইবার আমাকে clozepam, maygrex , napa, antasid. খাইতে বললে আমিও সেগুলো ২০ দিন খাই। খাওয়ার ফলে দুসচিন্তা কিছুটা কমে কিন্তুু মাথা বেথা কমে না। আবার উপজেলা সিনিয়র মেডিকেল অফিসার কে দেখালাম উনি আমাকে amilin plus ২ mont আর নাপা ১০ দিন খাইতে বলে সেটাও ঠিক মতো খাই। আবার গত ১.৫ মাস আগে আমি মেডিসিন বিশেষজ্ঞ এর কাছে গিয়ে সব বিষয় বল্লাম। উনি আমাকে Etopira 25 and Amilin plus সারা বছর খাইতে বলে। যেই amilini plus আমি এখনোও খাইতেছি। প্রশ্ন : এখন পযন্ত আমার অসস্থি মাথা বেথা টা কমতেছে না। মাঝে মাঝে আমার এমনিতেই দুসচিন্তা ও হয় জেটা না ধরলেই নয়। আর যদি একদিন amilin plus খাওয়া বাদ দেয় তবে আমার ঘুমের খুব সমস্যা হয় এখন করনীয় টা যদি কোন বিশেষজ্ঞ স্যার বলতেন তাহলে খুবই উপকৃত হতাম।
Share with your friends
Call
headness
Talk Doctor Online in Bissoy App
Call
সিটি স্ক্যান করেছেন? করা না থাকলে করেন। মনোরোগ বিশেষজ্ঞের একটা মতামত নিলে ভালো হবে। 

জি স্যার আমি সিটি স্কান করেছি। এবং তার রিপোর্ট জেলা সাস্থ কেন্দ্রর ডক্টর দেখে বলেছে যে রিপোর্ট অনেক ভালো। এখন জেহুতু আমারসিটি স্কান রিপোর্ট ভালো সেহেতু বিবরণ বুঝে যদি আমাকে কিছু পরামর্শ দিতেন খুব খুশি হতাম স্যার।

Talk Doctor Online in Bissoy App