Call
স্বপ্নদোষ বয়সন্ধিকাল থেকে হয়ে থাকে। এটি সাধারণত শয়তানের ওয়াসওয়াসা দ্বারা হয়ে থাকে। 

নবীজি ছল্লায়াল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ সকল নবী রসূল আলাইহি ওয়া সাল্লাম উনারা পূত ও পবিত্র। পূর্ববর্তী নবীগনের স্বপ্নদোষ হওয়ার কোন সুযোগ নেই কারণ তারা শয়তান এর কুমন্ত্রনা থেকে মুক্ত ছিলেন। 


★ হুজুর আকরাম (ﷺ) এহতেশাম বা স্বপ্নদোষ থেকে নিরাপদ ছিলেন। সাইয়্যিদুনা হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত আছে যে, কোনো নবীর কখনো স্বপ্নদোষ হয় না। কেননা স্বপ্নদোষ শয়তানের আছর থেকে হয়ে থাকে (তিবরানী শরীফ) 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ