২৫ বছর বয়স পর্যন্ত মেয়েদের দেহ বৃদ্ধি পায়। কিন্তু ,সাধারনত ১৮ বছরের পর উচ্চতা আর বাড়ে না। আর বাড়লেও তা সামান্য বাড়ে। আসলে মেয়েরা খুব তাড়াতাড়ি লম্বা হয় ১৩-১৫ বছর পর্যন্ত। তারপর ১৮ বছর পর্যন্ত কিছুটা লম্বা হয় এবং তারপর ২৫ বছর পর্যন্ত যেটুকু লম্বা হয় তা প্রায় অনেকেই বুঝতে পারে না । বলা যেতে পারে ১৮ এর পর আর ১-২ বছর পর্যন্ত লম্বা হওয়ার সুযোগ থাকে।


তাই মেডিসিন সেবন করে কোন রেজাল্ট পাবেন বলে মনে হয় না। আর পিওর হোমিওতে ২৩ বছর বয়সি কোন মহিলা লম্বা হবে এমন মেডিসিন আছে বলে আমার জানা ও নেই। কোন চিকিৎসক যদি মেডিসিন দিতে চেয়ে থাকে একটু যাচায় করে নিবেন, সেটা আয়ুর্বেদিক বা হারবাল কি না?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ