শেয়ার করুন বন্ধুর সাথে

উত্তরঃ  আনারসের সাথে দুধের কোন  প্রতিক্রিয়ার সম্পর্ক নেই। আনারস খাওয়ার পর দুধ খেলে কিছু হয় না। কখন কীভাবে এই ভ্রান্ত ধারনাটি ছড়িয়ে পড়েছে যে আনারস ও দুধ একসাথে খাওয়া যায় না,সেটি আমার জানা নাই। তবে আনারস  আমি নিজে আনারস খাওয়ার পর দুধ খেয়েছি। সুতরাং এসব ভ্রান্ত ধারনার  বৈজ্ঞানিক গ্রহনযোগ্য কোন প্রমান পাওয়া যায় নাই। ্তবে আপনার মনে সন্দেহ রেখে কিছু না খাওয়াই ভাল। এ ক্ষেত্রে দুধ বা আনারস একটি  সম্পুর্ন হজমের (২ থেকে ৩ ঘন্টা) পর আর একটি খান ।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ