গত ৩ থেকে ৪ মাস ধরে শরীর অনেক দুর্বল লাগে কোন কাজ করতে পারিনা আগের মত শরীরে বল পাইনা শরীরে ওজন  ও কমে গেছে শরিরে আগের মত শক্তি ফিরে পাব কিভাবে?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call
স্যালাইন খেতে পারেন আর রক্তে আপনার হিমোগ্লোবিনের পরিমাণ কতটুকু আছে সেটা কে নিয়ে আইরন এর ঘাটতি আছে কিনা দেখতে হবে।

আসসালামু আলাইকুম স্যার...... . কেমন আছেন? আমার একটা প্রশ্ন ছিলো,,,,দয়া করে উত্তর দিবেন,,আমি খুবই চিন্তিত আছি,,, . আমি বেশকিছুদিন যাবত একটা সমস্যার ভিতরে ভুগছি,,,,,,গত মাসে১০ দিন পর পর পিরিয়ড হচ্ছে,,, বিয়ের আগে একবার এ ধরনের সমস্যা হয়েছিল,,, ঔষধ খাওয়ার পর ঠিক হয়েছিলো,,, . আমার নতুন বিয়ে হয়েছে,,, হাজবেন্ট এর সাথে একবার ইন্টারকোস এর চেষ্টা করেছিলাম,,,কিন্তু হালকা ব্লাড আসায় আর ব্যাথার জন্য ইন্টারকোর্স করা হয়নি,,,তারপরও নোরিক্স ১ পিল খেয়েছিলাম,,,,কিন্তু স্পাম ভিতরে যায়নি এটা নিশ্চিত ,,,,তারপরও পিল খেয়েছিলাম,,,,এই ১০ দিন পর পর পিরিয়ড কি পিল এর জন্য হচ্ছে,,,,, দয়া করে জানাবেন স্যার,,,এবং আমার লাস্ট পিরিয়ড হয়েছে গত মাসের ৬ তারিখ এই মাসে এখনো হয়নি,,,৬ দিন ডেট পার হয়ে গেছে,,,,আমার সাথে আর কখনো সেক্স হয়নি,,, এই মাসে এখনো না হওয়ার কারন কি,,,,,,স্যার অবশ্যই জানান,,,,আমি খুবই চিন্তিত,,,,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ