Call
দেশি খেলা বাংলাদেশের অঞ্চলভিত্তিক বিভিন্ন খেলাধুলার প্রচলন রয়েছে। এসব খেলাকে দেশি খেলা নামে অভিহিত করা যায়। যেমন-দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌছি, আঙ্গুলি, এক্কাদোক্কা ও হাডুডু ইত্যাদি। কাবাডি কাবাডি পাক ভারত উপমহাদেশে প্রাচীন খেলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার পোশাকি নাম কাবাডি। এই খেলায় প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় থাকে। যার মধ্যে ৭ জন মাঠ খেলোয়াড় ও ৫ জন অতিরিক্ত খেলোয়াড়। এই খেলার কোট তিন ধরনের হয়ে থাকে। ৫০ কেজি বা তার নিচে এবং বয়স অনূর্ধ্ব ১৬ বছরের ছেলেমেয়েদের জন্য কাবাডি কোর্টের পরিমাপ হবে দৈর্ঘ্যে ১১ মিটার ও প্রস্থে ৮ মিটার। বকলাইন থেকে বোনাস লাইনের দূরত্ব ১ মিটার। কোট থেকে সিটিং ব্লকের দূরত্ব ২ মিটার, সিটিং ব্লকের পরিমাপ হবে ১  ৬ মিটার। কাবাডি কোর্টে প্রত্যেকটি দাগ ৫ সে. মি.। কোর্টের দুই পাশের ১ মিটার লম্বা জায়গাকে লবি বলে। খেলার স্থিতিকাল ৩৫ মিনিট। এক নিঃশ্বাসে একনাগাড়ে কাবাডি কাবাডি বলাকে দম বলে। রেইডার দমসহ বিপক্ষ খেলোয়াড়ের যতজনকে ছুঁয়ে আসবে তার দম তত পয়েন্ট পাবে। তাকে ধরে রাখলে বিপক্ষ দল ১ পয়েন্ট পাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যে দল বেশি পয়েন্ট পাবে সে দল জয়ী হবে।
Talk Doctor Online in Bissoy App