Call
অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবছে তা আমাদের লিঙ্গগত পরিচয়কে নানাভাবে প্রভাবিত করে। ধরা যাক, অন্যরা রহিমকে ছেলে ভাবছে এবং বাস্তবে রহিম ছেলেই। তাহলে অন্যদের এ ভাবনা রহিমের লিঙ্গগত পরিচয়কে প্রভাবিত করে না। কিন্তু কখনো কখনো অন্যরা একজনকে মেয়ে ভাবছে; কিন্তু বাস্তবে সে মেয়ে নয়। এক্ষেত্রে অন্যদের ভাবনা তার লিাগত পরিচয়কে প্রভাবিত করবে। একটি শিশু যখন জন্ম নেয় তখন তার শরীর দেখে আমরা ঠিক করি, সে নারী নাকি পুরুষ। এটি হলো তার জৈবিক লিঙ্গ পরিচয়। জৈবিক লিঙ্গা পরিচয়ের ভিত্তিতে একজন মানুষের কাছে সমাজ যে আচরণ প্রত্যাশা করে তাকে আমরা জেন্ডার বলি। জৈবিক লিঙ্গ পরিচয়ের সঙ্গে তার জেন্ডার ভূমিকা না মিললে সমাজের প্রথাগত ধারণায় বিশ্বাসী মানুষ তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়।
Talk Doctor Online in Bissoy App