Call
দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক হলো মিটার। যে সমস্ত একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোনো রকমভাবে অন্য এককের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক একক বলে। পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতির একক প্রচলিত আছে। কোনো দেশে এফ. পি. এস পদ্ধতি, কোনো দেশে সি. জি. এস পদ্ধতি আবার কোনো দেশে এম. কে. এস পদ্ধতি। পরিমাপের ক্ষেত্রে এ বৈষম্য দূর করে অভিন্ন পদ্ধতি ব্যবহারের উদ্দেশ্যে আন্তর্জাতিক একক ব্যবহার করা হয়। আন্তর্জাতিক পদ্ধতি বা এস. আই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড। অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে বৈষম্য দূর করে সঠিক লেনদেনের উদ্দেশ্যেই পরিমাপের আন্তর্জাতিক একক ব্যবহার করা হয়।
Talk Doctor Online in Bissoy App