Call
জরুরি সেবা তথ্যকেন্দ্র তৈরির জন্য মজার মজার কিছু পোস্টার বানাতে হয়। এজন্য প্রথমেই আমাদের উপকরণ তৈরি করতে হবে। এজন্য শিক্ষক আমাদের ২টি জরুরি সেবা নির্দিষ্ট করে দিবেন। এই দুইটি জরুরি সেবা কীভাবে পাওয়া যাবে তার জন্য পোস্টার তৈরি করতে হবে। এক্ষেত্রে ইতিমধ্যে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাব। যেমন- পূর্বের সেশনগুলোতে চিহ্নিত জবুরি সেবা প্রাপ্ত সেবার নম্বর ও যোগাযোগের উপায় ইত্যাদি ব্যবহার করে পোস্টার লিখব। পোস্টার লেখার জন্য খালি পৃষ্ঠা ব্যবহার করে ৪টি পৃষ্ঠা মিলিয়ে একটি পোস্টার তৈরি করব। এরপর কোন দল কোন জরুরি সেবার কী তথ্য নিয়ে পোস্টার বানাবো তা শিক্ষকের পরামর্শে নির্দেশনা অনুসারে করব।
Talk Doctor Online in Bissoy App