শেয়ার করুন বন্ধুর সাথে

অ্যালার্জি: অ্যালার্জি হল চুলকানি এবং চাকার একটি খুব সাধারণ কারণ। এটি খাদ্য, ঔষধ, পোষা প্রাণী, পরাগরেণু, ধূলো বা অন্যান্য পদার্থের সংস্পর্শে আসার কারণে হতে পারে। সংক্রমণ: ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমণ ত্বকের চুলকানি এবং চাকার কারণ হতে পারে। শুষ্ক ত্বক: শুষ্ক ত্বক চুলকানি এবং চামড়া ফাটা বা ছিঁড়ে যাওয়ার কারণ হতে পারে। একজিমা: একজিমা হল একটি দীর্ঘস্থায়ী ত্বকের অবস্থা যা চুলকানি, লালভাব এবং শুষ্ক ত্বকের কারণ হতে পারে। সোরিয়াসিস: সোরিয়াসিস হল একটি দীর্ঘস্থায়ী ত্বকের অবস্থা যা লাল, ফোলা, ঘন স্কেলযুক্ত প্যাচের কারণ হতে পারে। ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু ঔষধ চুলকানি এবং চাকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে মনোভাবজনিত চাপ: চাপ ত্বকের সমস্যাগুলি আরও খারাপ করতে পারে, যার মধ্যে রয়েছে চুলকানি এবং চাকা।

স্কিনের বিভিন্ন সমস্যার জন্য এ রকম হতে পারে। সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ নির্ণয় করে ওষুধ সেবন খেলে ভালো থাকা সম্ভব। ডাক্তারের পরামর্শ নিবেন। 

দাদ। দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। বেশি দেরি হয়ে গেলে সারাজীবন ভোগাবে।

পেভিসন লাগান ঠিক হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ