nbc

Call

বিভব পার্থক্য মূলত উৎপন্ন হয় আধানের ঘনত্বের তারতম্যের কারণে। তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বা কোনো বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভবপার্থক্য থাকলে উচ্চ বিভবের বিন্দু হতে নিম্ন বিভবের বিন্দুতে ধনাত্মক আধান স্থানান্তরিত হয়। ঋণাত্মক আধান বা ইলেকট্রন বিবেচনা করলে নিম্ন বিভবের বিন্দু হতে উচ্চ বিভবের বিন্দুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়। এভাবে বিভব পার্থক্য আধান স্থানান্তরে ভূমিকা রাখে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ