Share with your friends
Md Jahin

Call
যদি A এবং B দু’টি সেট হয় এবং B সেটের প্রতিটি উপাদান A সেটেরও উপাদান হয়, কিন্তু A সেটের অন্তত একটি উপাদান B সেটের উপাদান না হয়, তখন B সেটকে A সেটের প্রকৃত উপসেট (Proper subset) বলা হয় । প্রকৃত উপসেট বুঝানোর জন্য “ ⊂ ” চিহ্নটি ব্যবহার করা হয় । যেমন-- A = {1, 2, 3, 4, 5} B = {1, 2, 3, 4} এবং C = {1, 2, 3, 4, 5} এক্ষেত্রে, B সেট A সেটের প্রকৃত উপসেট । সাংকেতিকভাবে B ⊂ A, আবার, C সেটটি A সেটের উপসেট হলেও প্রকৃত উপসেট নয় । সাংকেতিকভাবে-- C ⊆ A, (C সেট A সেটের উপসেট) কিন্তু C ⊄ A, (C সেট A সেটের প্রকৃত উপসেট নয়) উপসেট সম্পর্কিত দু’টি সিদ্ধান্তঃ (১) ফাঁকা সেট হল প্রতিটি সেটের উপসেট । (২) প্রতিটি সেট নিজেও এর একটি উপসেট ।
Talk Doctor Online in Bissoy App