Share with your friends
Md Jahin

Call
দুটি সেট A এবং B কে সমান সেট বলা হবে, যদি A সেটের প্রতিটি উপাদান B সেটে থাকে এবং B সেটের প্রতিটি উপাদান A সেটে থাকে । যেমন-- যদি A = {1, 2, 3} এবং B = {1, 2, 3, 2} হয় তাহলে A = B হবে। উল্লেখ্য, সমান সেটকে অনেক সময় অভেদ সেট বা Identical set বলা হয়।
Talk Doctor Online in Bissoy App