nbc

Call

স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের অভ্যন্তরে জলীয় বাষ্প থাকলে যন্ত্রের সুবেদিতা কমে যায়। পানি পোলার যৌগ হওয়ায় জলীয়বাষ্প পাতদ্বয়েরর সংস্পর্শে এসে পাতদ্বয়ের মধ্যকার ফাঁক পরিবর্তন করে দিতে পারে। এতে প্রকৃত চার্জের পরিমাণ সম্পর্কে ভুল ধাণা হতে পারে। তাই যন্ত্রের ভেতরে পানি শোষক পদার্থ H2SO4 বা CaC12 একটি আলাদা পাত্রে রাখা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ