শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

ভৌতজগৎ ও জীবজগৎ মোটেই ভিন্ন নিয়মে চলে না। বরং জীবজগৎ এবং ভৌতজগৎ তথা পদার্থবিজ্ঞানের সকল নিয়ম মেনে চলে। আমরা জানি জীবদেহকে অনেক দিক থেকে যন্ত্রের সঙ্গে তুলনা করা যায় এবং জীবদেহের অনেক আচরণকে ভৌত নিয়ম দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। বস্তুত পদার্থবিজ্ঞানের নিয়মগুলো সার্বজনীন। ফলে শুধু জড়জগত নয়, জীবজগতকেও পদার্থবিজ্ঞানের নিয়মে অনেক ক্ষেত্রে ব্যাখ্যা করা সম্ভব। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ