Call
হযরত মুহাম্মদ (সা.) বাল্যকাল হতেই চিন্তা মগ্ন থাকতেন। তিনি ছিলেন দুর্দশা গ্রস্থ ও নিপীড়িত মানুষের প্রতি সংবেদনশীল। আরববাসী তার নর্মতা বিনয় সত্যবাদিতা সাধুতা ও সৎস্বভাবের জন্য তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। এমনকি তিনি মুহাম্মদ নামের পরিবর্তে আলামিন নামেই অধিক পরিচিত হয়ে উঠলেন। লোকেরা দেখা হলেই বলত, এই যে আমাদের আলামিন এককথায় মহানবী (সাঃ) ও সৎস্বভাবের জন্য আলামিন উপাধি লাভ করেন।
Talk Doctor Online in Bissoy App