Share with your friends
Call
সত্যবাদিতা ও বিশ্বস্থতার জন্য হযরত আবু বকর (রা) কে সিদ্দিক’ বলা হতো। হযরত আবু বকর (রা) ছিলেন মহানবি (স) এর একান্ত অনুগত। মহানিব (স) সব কিছুতেই তার ছিল অগাধ বিশ্বাস এবং তার সমস্ত কথাই আব বকর (রা) অকপটে বিশ্বাস করতেন। মহানির (স) মিরাজ গমনের কথা শুনা মাত্রই তিনি সন্ধিহানভাবে বিশ্বাস করেন। তিনিই সর্ব প্রথম মধ্যনিব (স)-এর মিরাজের ঘটনা বিশ্বাস করেন। এ জন্য মুহাম্মদ (স) তার উপাধি দেন ‘সিদ্দিক’ বা বিশ্বাসী। এরই পরিপ্রেক্ষিতে আৰু বকর (রা) কে সিদ্দিক বলা হতো।
Talk Doctor Online in Bissoy App