Share with your friends
Call
সেনাপতি জওহর আল-সিকিল্পির সহায়তায় খলিফা আল-মুইজ ৯৬৯ খ্রিস্টাব্দে মিসর জয় করেন। মিসর বিজয় ছিল খলিফা আল-মুইজের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি। এটি তার জীবনের স্বপ্ন ছিল। তৎকালীন মিসরীয় শাসক কাফুরের অযোগ্য ও কুশাসনে অতিষ্ঠ জনগণ আল-মুইজকে মিসর বিজয়ে আমন্ত্রণ জানালে তিনি সেখানে অভিযান প্রেরণ করেন। প্রায় বিনা বাধায় তার সুযোগ্য সেনাপতি লওহর আল-সিকিল্লি প্রথমে আলেকজান্দ্রিয়া ও পরে রাজধানী মুস্তাত দখল করেন। এভাবে আল-মুইজের মিসর জয়ের স্বপ্ন পূরণ হয়।
Talk Doctor Online in Bissoy App