Share with your friends
Call
মাটির স্বাস্থ্য রক্ষার নামই ভূমি সংরক্ষণ। নিম্নলিখিত কারণে ভূমি সংরক্ষণ করা হয়- i. গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান মাটিতে সংরক্ষণের জন্য। ii. মাটির উর্বরতা ও উৎপাদনক্ষমতা বৃদ্ধির জন্য। iii. ফসলের গোড়া শক্তভাবে মাটিতে আটকে রাখার জন্য। iv. অতিরিক্ত সারের প্রয়োজনীয়তা কমে। v. মাটির অণুজীবের কার্যাবলি স্বাভাবিক রাখার জন্য।
Talk Doctor Online in Bissoy App