Share with your friends
Call
কাটা বা আঘাতপ্ৰাপ্ত কন্দজাতীয় সবজির কাটাস্থান শুকিয়ে রোগমুক্ত করার জন্য কিউরিং করা হয়। এ কাজটিও ফসল কাটার সাথে সাথে করতে হয়। গোলআলু, মিষ্টি আলু, পিঁয়াজ, আদা, হলুদ প্রভৃতির মূল, বালব ও কন্দজাতীয় সবজিতে এ কাজটি অত্যন্ত প্রয়োজনীয়। যে তাপমাত্রায় (২০°C) বাতাস (আর্দ্রতা ৮৫%) চলাচল করতে পারে এমন জায়গায় দু-তিন দিন রেখে দিলে, সংগ্রহের কালে সবজির আঘাত পাওয়া জায়গাগুলো সেরে ওঠে। মাঠে এই কাজটা না করতে পারলে ৪০°C তাপমাত্রাসম্পন্ন ঘরে ২ দিন রাখলে কিউরিং সম্পন্ন করা হয়।
Talk Doctor Online in Bissoy App