Share with your friends
Call
নাইলোটিকার পোনা ছাড়ার ৩ মাসের মাথায় এরা প্রজনন ঘটায়। কাজেই নাইলোটিকার অতি প্রজনন একটি মারাত্মক সমস্যা। পুকুরে স্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত হয়ে খর্বাকার নাইলোটিকায় পুকুর ভরে যায় এবং মোট উৎপাদন ৫০-৭০ শতাংশে নেমে যায়। বিশেষ করে অব্যাহত চাষ পদ্ধতিতে এরূপ সংখ্যা বৃদ্ধি প্রকট সমস্যা।
Talk Doctor Online in Bissoy App