Share with your friends
Call
মানচিত্রের যেকোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং ভূপৃষ্ঠে বা ভূমিভাগে ঐ দু’টি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের যে অনুপাত বা সম্পর্ক, তাকে মাপনী বা স্কেল বলে। বিভিন্ন প্রকার স্কেল হচ্ছে- (i) সরল স্কেল, (ii) কর্ণীয় স্কেল, (iii) তুলনামূলক স্কেল, (iv) বিশেষ ধরনের স্কেল ও v) ভার্নিয়ার স্কেল।
Talk Doctor Online in Bissoy App