Share with your friends
Call
জনমিতি হলো জনসংখ্যার একটি বৈশিষ্ট্যগত জ্ঞান। জনসংখ্যার পরিবর্তন হয় জন্ম, মৃত্যু ও অভিগমনের মাধ্যমে। এ উপাদানগুলোকেই জনমিতিক উপাদান বলে। জন্মহার, মৃত্যুহার, আকার, বয়স কাঠামো, নারী পুরুষ অনুপাত, মাথাপিছু আয় প্রভৃতি জনমিতিক উপাদান। এসব উপাদানগুলো জনসংখ্যা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক চিত্র ফুটে উঠে এ উপাদানগুলোর বিশ্লেষণের মাধ্যমে। মোটকথা একটি দেশের জনসংখ্যার সার্বিক পরিস্থিতি জানার জন্য জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ।
Talk Doctor Online in Bissoy App