প্রিয় বেশ কিছু দিন হলো লেখালেখি অতটা হয়ে ওঠেনি। লিখবো লিখবো করেও লিখতে বসা হয়নি।কোনো ভাবে জানতে পেরেছিলাম তোমার চোখের আড়ালের কিছু অপ্রকাশ্য খবর।বিশ্লেষণ বলতে না করারই মতো।ক্ষেত্র বলতে তুমিই।তাই আর চাইনি অতীত কে স্মরণ করাতে।যদিও পত্র পেয়ে ঠিকই সেটা বুঝতে পারবে।যাই হোক।অন্য কথায় আসা যাক। বর্ষার মৌসুম চলে।চারিদিকে সবুজের সতেজতা। প্রকৃতি যদি দেখে থাকো তবে তোমার মতোই অপরূপা সাজে সেজে অাছে সারাক্ষণ।কদম ফুটেছে কি ফোটেনি খবর টা আজও মেলেনি। ভালোবাসা থাকলেও কিছু অপ্রিয় শূন্যতার কারণে ওদিকে তাকানোই মানা।তবে সুযোগ যদি মেলে একদিন ঠিক এনে দেবো সদ্য ফোঁটা ফুল আর বাহার। যদি পারি পাতার সবুজে লিখে দেবো ভালোবাসি। হয়তো একটু বেশি ভালোবাসি ভালোবাসি বলি।জানি না সে বলা গ্রহণযোগ্য কি না।কি করবো বলো! বড্ড শান্তি পাই যে! বলো,বঞ্চিত করবে না আমায়!লক্ষীটি যে আমার।স্বাদের মধ্যে হাতে হাত রেখে দুক্রশ হাঁটা আর ঐ যে তোমায় নিয়ে কাব্য করা।এর থেকে বেশি কিছু চাই না।নিরবতা আমার বেশ প্রিয়, তাই হয়তো দেখাতে একথা বলা হয় নি।আবার যেদিন দেখা হবে,ধরো প্রখর রৌদ্র বা ঝুমঝুম বৃষ্টি সেদিন আমরা বহুদূর হাঁটবো। মনে থাকবে? না হয় আমিই মনে করিয়ে দেবো! এমনটা কেমন হয়,যদি না মনে করিয়ে হঠাৎ তোমায় নিয়ে হেঁটে চলি! বেশ চমকাবে নিশ্চয়! যাহ,সেটা না হয় সেদিন দেখা যাবে। এখন শুধু প্রহর গোনার পালা।তবে কি জানো,বরাবরের মতোই তোমার খবর না আর নেওয়া হলো না। সে যাক।জানি তুমি আমার হয়ে ভালোই আছো।বুঝলে না তো?বুঝবে না জেনেও ব্যাখ্যাটা আর দিলাম না।কিছু কথা আমার থাক।তোমায় দেখে অানমনে হাসতে পারবো।রহস্য উদঘাটনে না হয় আমার সাথেই হেঁসো,কেমন? নিজেকে তুমি ভালোবেসো।তোমার না হয়ে অন্তত আমার হয়ে এতটুকু ভালোবেসো।জানতে পেরে অনেক শান্তি পাবো যে। আর হ্যাঁ, শোনো! সময় পেলে পত্র দিও।কেমন?


শেয়ার করুন বন্ধুর সাথে