Call

Shorthand হচ্ছে এক প্রকার লেখার পদ্ধতি। আমরা সাধারণ যেভাবে লিখি সেভাবে লিখলে অনেক সময় অনেক বেশি সময় লেগে যায়। কিছু কিছু সময় আমাদের দ্রুত লেখার প্রয়োজন হয়। যেমন সাংবাদিক দের কারো বক্তব্য লেখার সময় দ্রুত লেখার প্রয়োজন আবার যখন সহকারীর কোনো নোট করে রাখার দরকার তখন সে দ্রুত কাজ করলে দ্রুত লিখতে পারবে৷ মিনিটে ৫০ বা ৮০ শব্দ বলতে বুঝায় এই পদ্ধতিতে মিনিটে ৫০ বা ৮০ টি শব্দের সমান সে লিখে ফেলতে পারবে শর্টহ্যান্ড পদ্ধতিতে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ