Call
গর্ভাবস্থায় প্রথম তিন মাস এবং শেষের তিন মাস সহবাস করা একদমই নিষেধ নইলে বাচ্চার ক্ষতি হতে পারে। আর নরমালি বীর্যপাত হইলে কোন প্রবলেম নাই
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার যদি কোন যেীনবাহিত রোগ না থাকে তাহলে আপনি গর্ভাবস্থায় যোনী এর ভিতর বীর্যপাত করতে পারবেন। আর যদি কোন যেীনবাহিত রোগ থাকে তাহলে কনডম ব্যবহার করতে হবে। সময়কালঃ ১ম তিন মাস ও শেষের তিন মাস যেীন মিলন বন্ধ রাখা উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
প্রথম ৩ মাস মিলনের সময়ে গর্ভপাতের রিস্ক থাকে„
তারপরেও মিলন করে ভেতরে বীর্যপাত করলে সেটা আরো বেড়ে যায়…
আর শেষ ৩ মাসে স্ত্রীর পেট বড় হয়ে যায়-- সেজন্য পেটে চাপ পরে,, সেজন্য চাপের কারণে সমস্যা হতে পারে। 
 আর ভেতরে বীর্যপাত করলে সময় হওয়ার আগেই ডেলিভারি হয়ে যতে পারে। 
আবার অপরিচ্ছন্ন পুরুষাঙ্গ এবং বীর্যপাতের কারণে ইনফেকশনের রিস্ক থাকে।।
তবে বীর্যরসে বাচ্চার উপর আলাদা কোন ক্ষতিকর প্রভাব থাকেনা। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ