মাথার চুল পড়ে যায় কেন...? সমস্যা কি...?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
আপনার বয়স কত? আয়রনের ঘাটতি থাকলে  চুল পড়ে। আবার বয়সের কারণেও কিন্তু চুল পড়ে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
পুষ্টি উপাদানে কমতি থাকলে গজায় না- চুলপড়া বাড়তে পারে। 
★★চুলপড়ার আরো কিছু কারণ--
 (১) ত্বকের কিছু রোগ, 
(২) রক্তস্বল্পতা,
 (৩) খুশকি, (৪) হরমোণাল প্রবলেম 
 (৫) দূষিত পরিবেশের প্রভাব- অার্সেনিক, অায়রন, সীসাযুক্তে পানি থাকলে 
 (৬) কসমেটিক - হেয়ার জেল, হেয়ার ড্রাই/কালার ব্যবহারেও চুলপড়ার সমস্যা হয়। 
(৭) কিছু ইনফেকশনের কারণে। (যেমন-- কনোণার প্রভাবেও হচ্ছে!)
 (৮) ভিটামিন এ বেশী হয়ে গেলে। 
(৯) শরীরের কিছু রোগের প্রভাবে-লিভারের রোগে। 
(১০) রাতজাগা, স্ট্রেসে থাকা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ