শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

আলফা ও বিটা কণার মধ্যে পার্থক্য নিম্নরূপ-১. আলফা কণা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস, অপরদিকে বিটা রশ্মি হলো ঋণাত্মক ইলেকট্রনের প্রবাহ।২. বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা কণার তুলনায় বেশি। আলফা কণা বাতাস ভেদ করতে না পারলেও বিটা রশ্মি তা পারে।৩. আলফা রশি।মর কণাসমূহকে মারাত্মক ক্ষতিকর ও বিপদজনক বিবেচনা করা হলেও বিটা কণাসমূহকে এরূপ বিবেচনা করা হয় না।৪. আলফা কণষার ভর হাইড্রোজেন পরমাণুর চারগুণ এবং বিটা কণার ভর ইলেকট্রনের সমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ