শেয়ার করুন বন্ধুর সাথে
Call
শরিয়ত শব্দের অর্থ দিকনির্দেশনা, পথ, রাস্তা, আইন, নিয়ম, কর্মপদ্ধতি ইত্যাদি।  এটি জীবন-পদ্ধতি অর্থে ব্যবহৃত হয়ে থাকে ।
 পরিভাষায় ‘এমন পথ যে পথে চললে মানুষ হিদায়াত ও সঠিক পথ লাভ করতে পারে তাকে শরিয়ত বলা হয়।’
যে নিয়ম-পদ্ধতি অনুসরণ করে আল্লাহর আনুগত্য করতে হয়, সে নিয়ম-কানুনকে শরিয়ত বলা হয় ।
সহজভাবে বলা যায়,মহান আল্লাহ তায়ালা এবং মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রদত্ত দিকনির্দেশনার আলোকে আমাদের জীবন পরিচালনা করার বিধিবিধানকে বলা হয় শরীয়ত। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

শরিয়ত (আরবি: شريعة‎‎‎, আরবি উচ্চারণ: [ʃaˈriːʕa] শারি'আহ্ বা শারি'আত) বাংলা অর্থ "কর্মপদ্ধতি" বা ইসলামি আইন।

শরিয়ত হচ্ছে জীবনপদ্ধতি ও ধর্মীয় আইন যা ইসলামিক ঐতিহ্যের একটি অনুষঙ্গ। ইসলামি পরিভাষাকোষ অনুযায়ী, সৃষ্টিকর্তা আল্লাহ এবং নবি হযরত মুহাম্মাদ(সঃ) যেসব আদেশ-নিষেধ, নিয়ম-নীতি ও পথনির্দেশনা মুসলমানদের জন্য প্রদান করেছেন, তার সমষ্টিই হচ্ছে শরিয়ত। এটি ইসলাম ধর্মের নিয়ম-কানুন হতে উৎসরিত, প্রধানত কুরআন ও হাদিস হতে, যা ইসলামের দৃষ্টিতে যথাক্রমে আল্লাহ ও তার রাসূল হযরত মুহাম্মাদে(সঃ) এর দিক নির্দেশনার উৎস। আরবিতে, স্রষ্টার অমোঘ স্বর্গীয় আইন বুঝাতে শরিয়ত শব্দটি ব্যবহৃত হয়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ