(রা): মহিলাদের ক্ষেত্রে এটার পূর্নরূপ কি হবে?

যেমন: ফাতেমা (রা:)


শেয়ার করুন বন্ধুর সাথে
Call
রা., রাযি., রাজি. ও রাদি.
এ শব্দগুলোর যে কোনোটি লেখা হয়- সাহাবিদের নামের পরে। ইসলামের পরিভাষায় সাহাবি বলা হয়, যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-এর সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ শব্দ সংক্ষেপগুলোর পূর্ণরূপ একবচন পুরুষের ক্ষেত্রে ‘রাযিয়াল্লাহু আনহু’, বহুবচন পুরুষের ক্ষেত্রে ‘রাযিয়াল্লাহু আনহুম, একবচন মহিলার ক্ষেত্রে ‘রাযিয়াল্লাহু আনহা’, বহুবচন নারীর ক্ষেত্রে ‘রাযিয়াল্লাহু আনহুন্না’ এবং দ্বি-বচন পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রে ‘রাযিয়াল্লাহু আনহুমা। ’ পূর্ণ বাক্যের অর্থ হলো- আল্লাহ তার অথবা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Habib

Call

একজন হলে "রাদ্বিয়াল্লাহু আনহা" আর একাধিক হলে "রাদ্বিয়াল্লাহু আনহুমা" হবে

রাদিয়াল্লাহু আনহু অর্থ -আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোন। অনুরূপভাবে রাদিয়াল্লাহু আনহা অর্থ -আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোন। তবে আনহু শব্দটি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হবে।আর আনহা শব্দটি ব্যবহার হবে মহিলাদের ক্ষেত্রে।যেমন আমরা ইংরেজীতে He বলি পুরুষকে।আর She বলি মহিলাদেরকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ