শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

স্টেপআপ ট্রান্সফর্মার দিয়ে অল্প বিভবের অধিক তড়িৎপ্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহে রূপান্তরিত করা হয়। অপরপক্ষে স্টেপডাউন ট্রান্সফর্মার দিয়ে অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্ব বিভবের অধিক তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে। তড়িৎ উৎপাদন কেন্দ্রে বা পাওয়ারা স্টেশনে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহৃত হয় িএবং বেশির ভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতিতে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহৃত হয় এবং বেশির ভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতিতে স্পেডাউন ট্রান্সফর্মার ব্যবহৃত হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ