nbc

Call

প্রেরক বা সঞ্চালন তারে যে রোধ থাকে তা খুবই সামান্য কিন্তু এই রোধ তাৎপর্যপূণ। তারের ভিতর দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহ চলে, ততই এটি উত্তপ্ত হতে থাকে। এই তাপশক্তি পরিপার্শ্বের বায়ুতে ছড়িয়ে পড়ে। তাপশক্তির উৎপাদনে তড়িৎ ব্যয় হয় এবং অপচয় ঘটে। এছাড়া পরিবাহী যত বেশি উত্তপ্ত হয় এর রোধও তত বাড়তে থাকে। সুতরাং ভোল্টেজ বাড়ালে এবং তড়িৎ প্রবাহের মান কমালে শক্তি বা ক্ষমতার অপচয় কম হয়। কারণ, আমরা জানি,তড়িৎ ক্ষমতার অপচয় = (তড়িৎ প্রবাহ)২ x রোধ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ